কবিদের মৃত্যু হতে নেই - গোবিন্দ মোদক

 

একটু আগে এই পথেই পরিভ্রমণে গেছেন

এক অনন্ত পথের যাত্রী

পথে ইতস্ততঃ ছড়ানো খই দেখে

অনুমান করা যাচ্ছে না যিনি চলে গেলেন

তিনি ভালোবাসার শব্দ-অক্ষর দিয়ে

গড়ে তুলেছেন অজস্র কবিতা-শরীর

নিজের চারপাশে এঁকেছেন অজস্র ভাঙ্গাগড়া

প্রতিবাদী-লেখা, নতুন শপথ-বাণী,

ভাবনার কারুকার্য কিংবা কবিতা-ছবি!

অথচ আজ তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না

সারাটা জীবন নতুন নতুন পথ খুঁজেছেন

উন্মোচন করেছেন পথের বাঁকের সমূহ রহস্য

অথচ আজ জানি না কোন রহস্যের খোঁজে

পাড়ি জমিয়েছেন অনন্ত পথের পথিক হয়ে 

 

তোমরা বলছ — একটু বাদেই গনগনে আগুনে

পুড়বে তাঁর কবিতা লেখার আঙুলগুলো?

পুড়বে হৃদয়, ইচ্ছে-অনিচ্ছে কিংবা সুখ-দুঃখগুলো?

কি জানি! বিশ্বাস হয় না তোমাদের কথা।

কে না জানে যে কবিদের মৃত্যু হতে নেই!!


 

Post a Comment

নবীনতর পূর্বতন