পক্ষ্মীমার্গ - সৌরভ ঘোষ


তোমাকে দেখেছি উড়তে

সাদা বকের দলে,

উড়তে উড়তে ডানা থেকে ঝরে ঝরে পড়ে

নির্জন অরণ্যের আনন্দ।

 

তুমি পাগল-পারা ঢলোঢলো,

আপন বেগে জ্যোৎস্না হয়ে পড়ো

ভেসে যাও স্তিমিত আলোর সন্ধানে।

 

আমার বুকের শিহরণ তোমায় খুঁজে মরে

অনুচ্চ দীর্ঘশ্বাসে;

অশ্বিনী শরীর কাঁদতে কাঁদতে বিবস পালক হয়

শেষে লুটিয়ে পড়ে অনন্ত পক্ষ্মীমার্গে...

Post a Comment

নবীনতর পূর্বতন