চন্দ্রবিন্দু - পিয়ালী চক্রবর্তী

 

সেদিন এক সমুদ্র অভিমান ভাঙিয়ে

সারাদিন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলে।

সহস্র জলরাশির মাঝে খুঁজে নিয়েছিলে মুক্তকে।

এলোমেলো বাতাসে চোখের উপর থেকে চুল সরিয়ে

আলতো চুম্বনে ভরিয়ে দিয়েছ চোখদু'টো।

হাতে হাত শক্ত করে ধরে বলেছিলেএই হাত ছেড়ে যাবে না!

দু'জনে প্রাণ ভরে নিশ্বাস নেবে মুক্ত বাতাসে।

 

ঝোড়ো বাতাসে সমস্ত উড়িয়ে নিয়ে গেছে

পড়ে শুধু ভাঙাচোরা ক'টা বৃক্ষের ডাল

যেখানে লতা নেই পাতা নেই শুধু শূন্যে হাত তুলে দাঁড়িয়ে

অবাঞ্ছিত পরিত্যক্ত জায়গা দখলকারীদের মতো

যাকে গোড়া থেকে উপড়ে ফেললেও কারোর কিছু যায় আসে না

অথচ সেই-ই একদিন খাদ্য জোগান দিয়েছে

আশ্রয় দিয়েছে রোদে ক্লান্ত পথচারীর

তবুও আজ সে পরিত্যক্ত।

 

চন্দ্রবিন্দুর মতো তোমার জীবনে থেকে জীবনটা যেমন সুন্দর হয়ে উঠেছিল

তেমনি চন্দ্রবিন্দু ছাড়া আজ জীবনে কোনো সমস্যা নেই

 

Post a Comment

নবীনতর পূর্বতন