আঁখি ভরা স্বপনে - দেবারতি গুহ সামন্ত

 


শব্দগঙ্গা বয়ে চলে

আমার বুকের ওপর,

জ‍্যোৎস্নাকাঁচের আলোয়

সেরে ফেলি আমার অঙ্গরাগ।

 

মৌমিঠা রোদে জ্বলে যখন

আমার অন্তরাত্মা,

নীলযমুনায় বাজে বাঁশী

হৃদয় ঢাকে মলমপ্রলেপ।

 

কুঁচকুমারী আমি ঠায় বসে

শব্দগঙ্গার পাড়ে,

কখন আসবে আমার জোনাককুমার,

স্বপ্নআঙিনার পথনির্দেশে!

1 মন্তব্যসমূহ

  1. শব্দচয়ন খুব সুন্দর। বেশ লাগল লেখাটা। মৌমিঠা শব্দটা খুব সুন্দর। মনে হয় অভিধানের বাইরে কবির নিজস্ব আবিষ্কার।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন