রঙ - অধীর কুমার রায়

 


কত বসন্ত চলে গেল পালকি চড়ে

কত বৃষ্টি ধুয়ে দিল অজন্তার গুহাচিত্র।

কতবার নতুন করে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া

আবির ছড়ালো বাতাসে।

এখনো টের পাই,

রঙচটা মনের দেয়ালে মাখানো রঙ

হাসে চাঁদের জোছনায়।

সেই রঙ ইথার সংকেতে

এখনো ফিসফিস করে কানের কাছে

রাঙায় মনের ক্যানভাস।

 

চেষ্টা তো কম করেনি সময়ের ডাস্টার,

বৃষ্টি মুছে দিতে চাইল সেই রঙ।

এখনো সেই রঙ

ফাগুন দিনে আবির খেলে

কৃষ্ণচূড়া, পলাশ, মনের প্রতিত জমি জুড়ে।

ওঠে না সেই রঙ, বরং আরও প্রকট হয়ে

যুগযুগ ধরে ফল্গুধারা বয়ে যায়

অন্ধকার চোরাগলি পথে মনের প্রকোষ্ঠে।

Post a Comment

নবীনতর পূর্বতন