পাহাড়ের পাড়ায় - উৎপলেন্দু দাস

 


সবুজ পাইনের বনভূমিতে, ফার্ন আর বুনোফুলের ঝাড়ে

পাহাড়ের পাড়া ডেকে নেয় চুপিসারে দুর্নিবার আকর্ষণে।

 

আঁকা বাঁকা ঘাসে ছাওয়া পথে নুড়ি পাথরের মেলা

হঠাৎ হাসিতে চমকে দেওয়া এক ফালি উচ্ছল ঝর্ণা

মাদকতাময় শীতল হাওয়ার অশরীরী শিরশিরানি

পাতার ফাঁকে পিছলে পড়া নবীন সূর্যের আলোর ঝিলিক

মেঘ কুয়াশায় জড়িয়ে কথা বলে কানে কানে

এক আদিম বার্তা পৌঁছে দিতে মনের গহীনে।

 

আমরা আছি বহুদিন পৃথিবীর আনাচে কানাচে

ঢের বেশি পুরোনো তোমাদের চেয়ে বসুন্ধরার কোলে

ভালোবেসে বাড়িয়েছি মরমিয়া প্রতিবেশীর হাত

অনুভব করে অপরূপ প্রকৃতির নীরব ব্যাকুল আহ্বান

বেঁচে থাকো বাঁচিয়ে রাখো প্রাণ জীবনের মধুর গুঞ্জনে

 

Post a Comment

নবীনতর পূর্বতন