জীবন....আজীবন - ছন্দা দাম

 



কিছু অস্পৃশ্য অনুভূতি ছোঁয়াচ

কিছু আনছোঁয়া ক্ষতের বহ্নিআঁচ...

পৌষালী কুয়াশার চাদরে মোড়া জানালায় বৃষ্টি ঝরায়,

 

কিছু মনছোঁয়া কথাদের আঁচড়

শরৎ শিউলি সুবাসে ভরে কোচড়,

জানি সময়ের নিষ্ঠুর স্পর্শে এরাও মায়াময়তা হারায়।

 

তবু বুকের মাঝখানটায় একটা মন

অযথাই অধীর হয় যখন তখন,

চিলেকোঠার সিঁড়ি বেয়ে ঠিক উঠে যায় স্মৃতিঘরে।

 

পলেস্তরা খসা দেয়ালে গাঁথা তাকে...

সেই কখন ভাঁজ করা চিরকুট রেখে ভুলে গেছিলাম

ভাঙা জানালা, জংধরা দেরাজ তন্নতন্ন খুঁজে ফেরে

কি জানি ওটা কোথায়!!

 

তাপ্পি দেওয়া ইচ্ছে ঘুড়িটার গায়...

কতো গল্প কতো কাব্য আছে চুপকথায়,

ভোকাট্টা হয়েছে কবে...সেই মনকেমনের বিকেলের মরসুমে!!

 

মানুষ এমনি করেই বুঝি দেউলিয়া হয়...

একদিন  বুঝতে পারে, বুঝি সে নিজেই নিজের নয়,

বুকপকেট থেকে কখন চুরি হয় শ্বাস...

বেঁচে থাকে ঠিক...কথা বলে ঠিক....,

তবু ঘুরে ফেরে যেন প্রাণহীন লাশ!!

 

1 মন্তব্যসমূহ

  1. অসাধারণ একটা লেখা। ছন্দ নিয়ে রীতিমতন খেলা করেছেন কবি। ওই লাইনটা অসাধারণ "বুক পকেট থেকে কখন চুরি হয় শ্বাস..."

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন