মরুতৃষ্ণা নিয়ে বাঁচবো কতদিন জানি না
প্রেমের ঘূর্ণাবর্তে পড়ে ওঠে নাভিশ্বাস আমার
আকাশ থেকে হিম ঝরে পড়ে আমার আদুল গায়ে
চাঁদের জোৎস্নায় ফোস্কা পড়ে শরীরে
ফুলের নরম পাপড়ি পায়ে ফোটে
কাঁটার মতো রক্ত ঝরে পড়ে
তবুও পাখির মতো নীড় গড়ি
গর্ত খুঁড়ি মেঠো ইঁদুরের মতো।
জোটে নাকো স্থায়ী বাসা
সাপ বাস করে তাতে। উল্টো যে সবই!
আবির ছড়াতে যাই মুঠো ভরে যবে
হয়ে যায় ধূলারাশি। ভেসে যাই আমি
নদীর প্রবল স্রোতে পচা শবের মতো,
তীরে বসে মজা দেখ তুমি!
একটি মন্তব্য পোস্ট করুন