না দেখলে ভালো ছিল, একদিন সেই কোন ভোরের সকালে
সুপারি গাছের সারি, কামরাঙা, কাশবন, কাঁঠালের ডালে
সবুজের গায়ে লাগা হলুদ রোদের রঙ, ঘাটের সোপানে
কত কথা বলে যেত উজান-ভাটির মাঝি ভাটিয়ালি গানে।
সেসব আগের কথা রাতদিন ভাবে যারা এটা ভুলে যায় -
চড়ুইরা উড়ে গেলে উঠানও তো দুঃখে সব রঙ পাল্টায়।
এমনকি জোনাকিরাও রাত হলে গাঢ়তর পায় না খুঁজে
প্রজাপতি ফড়িংয়ের বাহারী রঙগুলি ধানের সবুজে।
মানুষেরও কত রঙ দেখা ও অদেখা সুন্দর জানালায়
আলগোছে দেখি কত মৃত্যুকে ডেকে এনে সব রঙ পাল্টায়।
মিছিলের খিলখিল মিটিংয়ের হুল্লোড় হয়ত আবার
রঙকে রঙীন ক'রে মিথ্যার লজ্জায়, ভেঙে করে চুরমার।
একটাই রঙ আছে পাল্টায় না কখনও - সততার রঙ,
কিন্তু ঐ রঙও আজ একাধিক কারণেই বহুরূপী সঙ।
সব রঙ পাল্টায়, যদিও তা দুনিয়ার নিয়মিত অধ্যায়
সবকিছু বুঝেও তো রঙের জন্যই মানুষ আজ দৌড়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন