কবিতার জন্ম - নিবেদিতা দে


 

এবার কথা কম হোক,

মিষ্টতা জমুক চায়ের কাপে।

গরম ধোঁয়ায় কথা যাক উড়ে,

ভ্রমরের খোঁজ কিংবা

দিগন্তের মেঘের সংসারে।

তিক্ততা না আসুক সম্পর্কে।

বন্ধু সুজন থেকো আমার অন্তরে!

 কতকাল আকাশ দেখি না,

দেখি না মেঘ বৃষ্টি রোদ্দুর

লুকোচুরি খেলা।

কেমন করে সৌন্দর্য,

লুকিয়ে আছে প্রকৃতিতে।

বৃষ্টি ঝরে পড়ছে সাগরের বুকে!

তোমাতে আমাতে মিলে,

যে সুন্দর লুকিয়ে আছ,

মনের বন্য অরণ্যে।

চোখ মেলে দেখা আর হয় না!

 

কতোকাল ভালোবাসা হয়নি নিজেকে।

কতো কথা হারিয়ে গেছে কালের গর্ভে।

চুপকথারা একদিন নতুন বেশে,

কবিতা হয়ে জন্ম নেবে,

গুটি গুটি পায়ে বসবে গিয়ে,

 নীল মেঘেদের গায়ে!

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন