মনে আছে সেই সূর্যাস্তের কথা,
সেই যখন তুমি এসেছিলে -
মায়াবী আলোর ছটায় হেসে উঠেছিল
আকাশের নৈঋত কোণ।
সূর্য অস্ত গিয়েছিল মেঘের মহাসমুদ্রে,
রুক্ষ বৈশাখেও সেদিন সহসা
শীতলতার ছোঁয়া -
গোলাপি বর্ণের ছায়াপথে তারাদের মহামিছিল,
সেতারের তারে তারে মন্দ্রিত হল
বসন্তবাহার, মেঘমল্লার -
তুমি যখন এলে, তার আগে এমন কিছু
আবহই সৃষ্টি হয়েছিল অবনী মাঝে।
অবশেষে মায়াবী ছায়াপথ বেয়ে তুমি এলে,
গগনভেদী তোমার অপরূপ রূপের
ছটা, ছড়িয়ে পড়ল দিগন্তরে -
তারপর সন্ধ্যা নামল, তোমার চরণস্পর্শে
শান্ত হল অর্ধদগ্ধ চিত্ত।
তুমি যখন এলে কোনও অবতারের রূপে,
বন্ধন থেকে মুক্ত হল বন্দী কোনও বজ্র -
উচ্ছ্বসিত হল কোনও বহুকালের স্রোত,
উদ্দীপিত হল আবার দীর্ঘকালের
ব্যথার উৎস।
একটি মন্তব্য পোস্ট করুন