আমি প্রায়শঃই
একটা উত্তরণের জন্য প্রার্থনা করি
প্রার্থনা করি সবুজ কিশলয়ের
ফুল অথবা বৃষ্টির জন্য প্রার্থনা
আমাকে সঞ্জীবিত করে
তাকিয়ে দেখি একরাশ মুগ্ধতামাখা
মুকুলসম্ভার অথবা ঘাসে ঘাসে
শিশিরের আলপনা
পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে
আমি আমার দৃষ্টি ছড়িয়ে দিই
অনাবিল প্রান্তরে
দূরে দিকচক্রবাল জুড়ে মোহিত সময়
নির্নিমেষ রূপটানে আঁকে ক্যালাইডোস্কোপ,
আমার কানে ভেসে আসে
এক ঝাঁক পায়রা উড়ে যাওয়ার শব্দ
বাতাসও ডানা মেলে উড়ে যায়
নীল আকাশের দিকে —
এমনটাও মনে হয় আমার!
অসামান্য একটা ভাবনায়
ভাবিত হয় আমার হৃদয়
টের পাই আলতো হাতে কে যেন
মাখিয়ে দিচ্ছে ভালোবাসার মোহাঞ্জন!
একটি মন্তব্য পোস্ট করুন