তবে তাই হোক - লিপিমিতা তনুশ্রী

 


তবে তাই হোক—

শরীর মন দ্বীপান্তর হোক

গভীর রজনী বয়ে যাক

নির্বেদ সংশ্লেষ সমুদ্রতট

প্রিন্টেড ফুলের রকমারি,

ধূ-ধূ চর আর মৃত প্রজাপতি!

 

তবে তাই হোক—

নিঃশব্দ তোলপাড়

পাড়ভাঙা তিসিক্ষেত

ভেসে যাক ভেসে যাক

পড়ে থাক নুয়ে পড়া গাছ

নষ্ট স্য পাতার দীর্ঘশ্বাস!

 

তবে তাই হোক —

সামান্য স্পর্শ না লাগুক

না জাগুক হিল্লোল,

যেন হাজার বছর ব্যবধান

ভরা বর্ষা, ফাগুন, শৈত্য

কে জানে অশ্রুনদী কতটা উপচালো!

 

তবে তাই হোক —

পুড়ুক পোড়া মন

আরো আরো আরো...

যতদূর পুড়ে গেলে ছাই হওয়া যায়

যতদূর পুড়ে গেলে দহন বলা যায়,

নিভন্ত এ শরীরে আগুনের দরকার নেই

একটু কোমল ছায়া স্নিগ্ধ সবুজ মায়া

শান্ত তমাল-তপোবন বড়ো প্রয়োজন ছিলো।।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন