চূড়ান্ত ভুল - অর্পিতা মণ্ডল


 
ভুল, চূড়ান্ত ভুল!

বিদ্রোহ ঘোষণা করে আমি নির্বোধের ন্যায় নির্বাক ।

বসন্তের সঙ্গে বিচ্ছেদ করে আমি তোমায় চেয়েছি অবিরাম।

আমার বসন্ত জানতো আমার লাল পলাশের পদাবলীর মাধুর্য্য,

আমার পূর্ণিমার চাঁদ জানতো আকাশে তারাদের ঐশ্বর্য,

আমার লেনিনখ্যাত যুদ্ধ জানতো পতাকার লাল,

আমার বেণী খোলা এলোচুল জানতো তীব্র ঢেউয়ের উত্তাল।

তবুও ছেড়েছি, তবুও ছেড়েছি আমি।

বার বার আলিঙ্গন করেছি তোমায় খুঁজেছি নতুন স্বপ্নের রেশ।

বিদগ্ধ সান্ধ্যজ্বরে বার বার দেখেছি তোমার অমলিন বেশ।

আমার শীর্ণ শরীর যখন আগ্নেয়গিরি আমি তখনও তোমায় ভালোবেসেছি,

দুর্গম পথ যখন আমার অবিভেদ্য, তখনও স্বপ্নে আমি তোমায় দেখেছি

মৃত্যু উপত্যকায় যখন পরিণত আমি,

স্বপ্নের অববাহিকায় তখন তুমি নিরবধি।

বার বার বিয়োগান্তক স্মৃতির ভিড়ে আমি মুখরিত তুষারপাত

তুমি ধ্বংসস্তুপে হারিয়ে যাওয়া সেই চূড়ান্ত ইতিহাস।

আছি অপেক্ষায় তোমার বিয়োগের মাঝে যোগের,

ফিরে দেখা সময়ের গোধুলীর ভাবাবেগের।

তোমার তীব্র কালবৈশাখীর ঝড় আর আমার আষাঢ়ুর মেঘ,

হঠাৎ তীব্র বর্ষণের পূর্বাভাস

তবুও নিশ্চুপ নিরুত্তাপ আমার ঘর বার বার মনে করাচ্ছে

এবার হবে যেতে সময় হয়েছে শেষ।

তবুও বেসেছি ভালো, এসেছি তোমার কাছেই ,

ছড়িয়ে দিতে ভালবাসা তোমার তল্লাটেই।

তবুও তুমি ছড়িয়েছো দাবদাহ, পুড়িয়েছো আমায় তীব্র চাহনিতে।

বুঝিয়েছো আমায় তোমার নিমিত্ত, ছুঁড়েছো তীব্র প্রশ্নবান,

জর্জরিত হয়েছে এ হৃদয়, বারংবারের ভুলে ডুবেছে আজ সে,

ভুলের চোরাবালিতে।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন