খামখেয়ালি তুমি - নিবেদিতা দে

 



নিকষ কালো রাতের নিঃসঙ্গতা,

তুমি ভালোবাসো।

অন্ধকার তোমার ভীষণ প্রিয়,

কিংবা প্রচন্ড কাঠফাঁটা

রৌদ্র তাপে পুড়তে থাকো।

অবাধ্য মন, শোনে না কোন বারণ

দূরে কোথাও বহুদূরে হেঁটে যাও।

নীল সীমানা পেরিয়ে,

মেঘ কুড়িয়ে আনবে বলে!

 

বল, কেমন করে?

কবে থেকে হলে কবি প্রিয়!

 

তোমার প্রস্ত কপালের স্বেদবিন্দু মুছিয়ে,

গাছের মতো ছায়া, মায়া দিলাম,

আর দিলাম মায়ের মতো স্নেহ আদর যত্ন।

বৃষ্টির ফোঁটায়, শীতল ছোঁয়ায়

ধমনী শিরায় বয়ে চলা

কষ্ট মুছিয়ে, স্রোতস্বিনী নদী হলাম।

দু'কূল ভাসিয়ে গভীরে নিলাম।

জানি, তোমার তুমিটা ছন্নছাড়া,

বড্ড আপনভোলা মানুষ।

 

পৃথিবীতে কবিরাই সবচেয়ে নিঃসঙ্গ...

খামখেয়ালি বিষণ্ণ মনের মানুষ!


Post a Comment

নবীনতর পূর্বতন