অনন্ত মাঝি আমাকে করেছে পার
এপার থেকে ওপারে বহুবার
সময়ে অসময়ে
না করেনি কখনো।
চৈত্র বৈশাখের দুপুর রোদে
শ্রাবণের ভরা বর্ষায়
পৌষের ঘন কুয়াশায়
না করেনি কখনো।
কেউ যখন থাকে না ঘাটে
ডাকলেই চলে আসে
কখনো দেরি হতে পারে এক আধটু
না করেনি কখনো।
সাক্ষী আছে ঝলসানো সূর্য
অমাবস্যার আকাশে যত তারা
নদীর ঘোলা জলের ঘূর্ণি
না করেনি কখনো।
দরিয়ায় উঠলে তুফান
আকাশ ঢেকে যায় খেয়ালী মেঘে
সাবধানে করেছে পার
না করেনি কখনো।
মাঝি থেকো তুমি ফেরিঘাটে
কখন যেতে হয় ওপারে
তুমি ছাড়া উপায় দেখি না
পায়ে পড়ি, না কোরো না কখনো।
একটি মন্তব্য পোস্ট করুন