একটুকরো জন্মদিন - প্রাপ্তি সাহা


এমনি হতে পারত,

জন্মদিনে তোমার কবিতামাখা সন্ধ্যা।

সেখানে অনেক না বলা কথা থাকত,

যেগুলো বলতে দ্বিধা করেছ এতদিন সেগুলোও থাকত।

আমরা দু'জন পাশাপাশি বসে,

গঙ্গার শীতল স্নিগ্ধতা ছুঁয়ে যেত আমাদের।

নিরপেক্ষতা, সামঞ্জস্য, একঘেয়েমি, অনিশ্চয়তা

আর উদাসীনতায় জীবন অস্থির হয়ে উঠেছে!

এখন আলো, জাঁকজমক এড়িয়ে চলি...

শান্তি খুঁজি, হাজারও মানুষের ভিড়ে।

মনখারাপের দিনে সেই চন্দ্রমল্লিকা গাছটার কাছে গিয়ে বসি,

এসব তোমাকে সব বলব, একটা দিন ছুটি নিয়ো।

পড়ন্ত বিকেলে আমার মনকেমনের কথা বলব তোমায়।

অনন্ত অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলছি প্রতিদিন,

তার গল্প শোনাবো তোমাকে...

পূর্ব আকাশে সন্ধ্যাতারা জ্বলজ্বল করবে,

আমরা চেয়ে থাকব সেদিকে...

তুমি বলবে, তারপর?

আমার গলার স্বর ভেঙে আসবে তখন।

Post a Comment

নবীনতর পূর্বতন