মানুষ বিজ্ঞানমনস্ক হলে অলৌকিক সাহিত্য উপভোগ করতে পারে না এই অভিযোগ বা যুক্তিকে আমি গ্রাহ্য বলে মনে করি না। যারা এই ঘরানার সাহিত্য প্রকৃতই ভালবাসেন তাঁরা নিজেদের অবিশ্বাসকে কখনই সাহিত্যের রসাস্বাদনে বাধার কারণ হতে দেন না। কিন্তু গল্প উপভোগ করার শত চেষ্টা সত্ত্বেও যখন পাঠকের যুক্তিবোধ তাঁর মনে বিদ্রোহ জানাতে থাকে তখন সাহিত্যের গুণমান নিয়ে মনে প্রশ্ন ওঠে। সন্দেহ জাগে যে আদতে কোন pulp horror পড়ছি কিনা। ত্রিজিৎ করের “ঔল” সম্পর্কে আমার অনুভূতি কতকটা এইরকম |
একটি মন্তব্য পোস্ট করুন