সন্ধ্যাতারার চুক্তি - অন্নীষা মুখার্জ্জী

 


আমি সন্ধ্যাতারা বলছি।

সাগরতটের সাথে কথা হতে পারে?

শোরগোলের ভুবনে আজ,

জ্যোৎস্না রাতে একান্তে দেখা হতে পারে?

আমার ঠিকানা তোমার হওয়ার আগে,

হাতে হাত রেখে একখানি চুক্তি কি হতে পারে?

 

বেহিসেবি সব রাতের নিয়তি তুমি হবে শুধু আমার।

ভোরের আলোয় অপেক্ষা জারি করে-

আমার নামে ভালোবাসার আস্থা তুলে দেবে।

যাওয়ার আগে বলবো- "তুমি আমার"।

সেটুকু সত্য নিয়ে আধ দিস্তে সময় গড়িয়ে দেবে।

 

সায়নকালে আমি হবো আমরা,

তোমার কূলে আঁচল বিছিয়ে গন্ধে মাতবো তোমার।

সাঁঝের শাঁখ বোল তুলবে মিলনবেলায়,

দিবস শেষে তোমার শ্রমের হবে ইতি।

আমার চোখে চোখ রাখবে অচেনা নাবিক-

খুঁজে পাবে এক চোখ প্রেমমাখা

সন্ধ্যাতারা-সাগরতটের সিঁদুরমাখা পরিচয়।

 

Post a Comment

নবীনতর পূর্বতন