পেছনে তোমার দগ্ধ নগরী -
পাথরে ক্ষতবিক্ষত আঁচড়ের দাগ
বাঘথাবায় আদরের শিলালিপি ;
একটি পরিত্যক্ত শহর ছিল এখানে
ভরা চাঁদ থেকে আলো চুরি করে
কাঙাল এখন।
নগরীর পোশাকে স্বেদগন্ধ তোমার
বাল্যের আদি কোলাহল ,
তাই পাঁজরের খাঁচায় ভরে নিয়েছ ইঁট পাথর
যার খাঁজে ধরা আছে যৌবন ...
বিষণ্ণ অতীত, ধুলোমাখা ছদ্মবেশ
আর ধূসর একটি নদী।
চারকোনা পৃথিবীর কার্নিস ঘেঁষে
রাত্রির নিকষ আঁধারে -
কুমিরের মত বেঁচেছিলে তুমি
শেষদিন পর্যন্ত ... ভরা সংসার নিয়ে
সব ছেড়ে বিবাগী এখন।
একটি বাদামি দুর্ভিক্ষ মাটির ঘ্রাণ নিয়ে
বেঁচে আছে আষাঢ়ে বৃষ্টির জন্য।
একটি দিনমান ছায়া চৌকাঠে
বড় আরো বড় হয়ে উঠে ,
ধূসর একটি নদীর পরতে পরতে
তোমার বিষণ্ণ অতীত,
ধুলোমাখা ছদ্মবেশ
মজে গিয়ে ফসিল এখন।
একটি মন্তব্য পোস্ট করুন