প্রাত্যহিক যাপিত জীবনে - রঞ্জন চক্রবর্ত্তী


রঙিন স্বপ্নের হাতছানি ছিল না কখনও

শুধু কিছু অচেনা মুখের ভিড়, কিছু জ্যামিতিক অবয়ব

আধো ঘুমে আধো জাগরণে অসমাপ্ত সিম্ফনির সুরের নেশায়

কল্পনা আর বাস্তব মিলে মিশে একাকার

 

এ এক নতুন রূপকথা, গল্পের শুরু বা শেষ হয়নি কখনও

ভাঙা দেউলের পাশে অথবা ভুবনডাঙার মাঠে অপার শূন্যতা

নতুন পথের দিশা ছিল না কখনও প্রাত্যহিক যাপিত জীবনে, তাই

নিঃস্ব নেমেছি পথে – সম্বল বলতে কেবল কানাকড়ি

 

কোনও ইতিহাসের সূচনা হয়নি কোনওদিন

দু’কুল ছাপিয়ে বইত জল, নদীবাঁধ ভেঙে যেত ভরা বর্ষায়

অবশেষে নদী মোহনায় এসে সাগরে মিশেছিল,

এখন সৃষ্টি হয়েছে নতুন সমীকরণ - ক্রমশ দূরত্ব ঘুচে গেলে

সকলের নজর এড়িয়ে চুপিসাড়ে কাছে এসে বলে যেও

সেই মুহূর্তে  কী মিশে ছিল তোমার উপেক্ষায়


 


Post a Comment

নবীনতর পূর্বতন