বিকেলের পড়ন্ত রোদ।
বারান্দায় দাঁড়িয়ে একা।
উড়ন্ত পাখি দেখি আর
আদুর গায়ে বস্তিশিশুর
বেহিসেবি ছোটা।
প্রসন্নতায় রাঙ্গা হয়
মনের অতল তলদেশ।
চলমান পৃথ্বী হতে চাওয়ার
দুর্বার আকুতি -
স্থবিরতা ভেঙ্গে দেয়।
অদ্ভুত প্রশান্তি নিয়ে যায়
দূর কোন মায়াহীন লোকে।
গুমোট আঁধার ক্ষীণ হয়ে
ভোরের আলোতে মুখ লুকোয়।
আর বিবর্ণতা সাত রঙে রাঙা হয়।
আলোয় আলোয় আলোকিত মনন।
একটি মন্তব্য পোস্ট করুন