কথা শেষ হয়ে গেছে মাঝপথে - মলয় সরকার


 

কথা শেষ হয়ে গেছে মাঝপথে -

 

ডুবে গেছে বিষণ্ণ শীর্ণ ক্লান্ত চাঁদ,

মেঘেরা এঁকেছে আঁকিবুঁকি আকাশের নীল গায়ে-

জঘন্য মাকড়সা গুটি গুটি পায়ে

ফিরে গেছে তার

সযত্নরচিত লূতাতন্তুর কেন্দ্রে,

ম্লান হাওয়া এসেছে ভেসে উত্তর পাহাড়ের শিখর ছুঁয়ে,

রাত জাগা পাখি উড়ে গেছে

নিকষ কালো ক্লান্ত বিতত ডানা মেলে

কোন দিশাহীন সীমানায়,

নিঃশব্দে নেমেছে হিমিকা

আঁধারের কোলে মাথা রেখে

ঘুমন্ত গাছ লতাপাতাদের গা বেয়ে ধীর পায়ে-

 

নিঃশব্দ স্তব্ধ সাদা দেওয়ালে পা রেখে

গুঁড়ি মেরে এসে উঁকি দেয় বীভৎস টিকটিকি,

দেওয়াল ঘড়ির জীবন্ত পেণ্ডুলামটা দুলতে থাকে অবিরাম -

শব্দ উঠছে টিক টিক টিক-

হয়ত কোথাও খোলা আছে কলের মুখ,

জল পড়ার শব্দ শোনা যায়

টপ টপ টপ–

 

কত কথা রয়ে গেল বাকী

কত ভালবাসা হল না ছোঁয়া,

কত অন্তহীন প্রতীক্ষা রয়ে গেল

গুটি না কাটা প্রজাপতির মত

কত অস্ফুট চিন্তা পাক খেয়ে ঘুরে মরে

মধ্যাহ্ন গগনে চিলের মত

সিগারেটের ছাই জমে পাহাড় হয় অ্যাস-ট্রের বুকের মাঝে,

 

তবু কথা থেমে যায় মাঝপথে–

 

Post a Comment

নবীনতর পূর্বতন