শ্রাবণ সন্ধ্যা - প্রাপ্তি সাহা

 


জানো, বহুদিন পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছে,

ঠান্ডা বাতাস বইছে।

বুকের মধ্যে জমে থাকা দুঃখগুলোর ওপর ঠান্ডা বাতাস বয়ে গেলে,

শান্তি লাগে।

মনে হয়, যা বলার জন্য এতদিন নিজেকে একটু একটু করে তৈরি করেছি,

আর তা বলার প্রয়োজন নেই।

ভাবি, বুকের মধ্যে ভাগ্যিস দুঃখগুলো ছিল,

নয়তো আমি কী নিয়ে বাঁচতাম!

বৃষ্টিতে দাঁড়িয়ে থাকি, কান্না লুকো

জমে থাকা দুঃখগুলো বের করতে পারি না বলেই,

বারবার সেগুলো কলমের কিনারে এসে হাজির হয়।

 

জানতে বড় সাধ হয়, যেখানেই আছো

ভালো আছো কিনা!

আমার পছন্দের সুগন্ধিটা ব্যবহার করো কিনা,

আগের মতোই আছো, নাকি একটু বদলেছো?

আমার জানতে বড় সাধ হয়,

তুমি এখনও আমাকে ভালোবাসো কিনা!

 

আসছে বর্ষায় ফিরো,

মাঝ শ্রাবণে একটা ঝড়ের রাত কাটিয়ে ফেলবো দু'জনে।

মেঘের গর্জনে জড়িয়ে ধরে কতো ভালোবাসি

বলব তোমায়, আগেরবার যা যা বলা হয়নি

এইবার সেসব বলব।

এক জন্ম না হোক,

অন্তত একটা শ্রাবণ তুমি আমার হয়েই এসো।


Post a Comment

নবীনতর পূর্বতন