প্রতি মুহুর্তে মনে হয় হেরে যাই
প্রতি মুহুর্তে কিভাবে যেন সামলে নিই।
পরিণতি নিয়ে কোনোদিন কেয়ার করেছি থোড়াই
অথচ কোথাও একটা ঠিক পৌঁছে যায় কাহিনী।
বাকিদের মধ্যে ব্যতিক্রম থাকতে পারে
আখ্যান সেখানে নাটকীয়তার নিরিখে নির্মেদ।
উদাসীন হয়ে কেউ কি নেই দিনযাপনের পাড়ে
বসে গা থেকে ঝেড়ে ফেলে ধুলোর ভেদাভেদ?
সর্পিল গতিতে পথ পেতে রাখা যদি কিছু অর্জিত হয় হয়তো বা কোনো সময় চুপিসারে;
স্বপ্নের শৌখিন পর্যটন থাকলেও ইচ্ছেরা মোটে নেয়না পিছু।
অগত্যা নিয়মের ব্যাগ কাঁধে রেখে
চলতে থাকি সঙ্গে নিয়ে আপোষ এবং আড়াল;
হাওয়া বয়, গায়ের ঘাম নেয় চেখে
বুঝে নেয় সেই কোনকালেই আমি ভুলেছি চাল।
এখন খেলাটা নষ্ট সময়ের এবং সময় নষ্টের: উভয়।
আর বাকিটা শূন্যতায় ভরুক সাধের পরিচয়।
প্রতি মুহুর্তে মনে হয় হেরে যাই
প্রতি মুহুর্তে কিভাবে যেন সামলে নিই।
পরিণতি নিয়ে কোনোদিন কেয়ার করেছি থোড়াই
অথচ কোথাও একটা ঠিক পৌঁছে যায় কাহিনী।
আত্মবিলাপ। বেশ লাগল।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন