কলমের অসিতে - সুমিতা চৌধুরী


আমার কলম আজ শুধুই আর্তনাদের আখর লেখে,

সুখযাপনটা হয়েছে মরিচীকা!

দিনকে ঘিরে থাকে কেবলই রাতের কালো,

প্রেমটা কোথাও এক্কেবারে একা।

 

নীল কালি যেন গরল উগরায়,

 বুকের চাপা দাবানলের আশ্লেষে।

ফুটে ওঠে কত আহত মুখের সারি,

 মৃত্যু যাদের নিয়েছে ভালোবেসে।

 

কলম চায় যে অসি হতে এবার,

দানবজাতির রক্ত পিপাসু হয়ে।

 দুর্গা মা কি অভয় দিলেন কোথাও?

 অস্ত্র দিলেন কি কলমের কালি বয়ে?

 

তোমারই আশীষ নিলাম বরে দশভূজা,

যুদ্ধের ধ্বজা উড়িয়ে দিয়ে আজ।

দুবৃত্তের বলিতেই দেবো তোমার পূজা,

শারদীয়ার প্রভাতকে পরাবো নয়া তাজ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন