সয়ে যাচ্ছে সবকিছু - শুভাশিস সেনগুপ্ত

 


মানুষের রক্তের রং প্রতিফলিত হচ্ছে গোধূলির মতো

তাই দেখে আমরাওদু-দণ্ড

জিরিয়ে নিচ্ছি চোখ বিভৎস আলোয়

সুদীর্ঘ ব্রীজ থেকে দেখে নিচ্ছি

হিংসার রং কত মনোরম!

সয়ে যাচ্ছে সবকিছু।

 

সয়ে যাচ্ছে বারুদের গন্ধসন্ত্রাস

সন্ত্রাস পরবর্তী ছিন্নভিন্নগলিত দেহস্বীকার পর্বগুলি।

সকরুণ আনত মুখের সারি-

কোন সাক্ষী নেই এই পরিবেশে।

 

বিস্মৃত পরিচিতির সাথে প্রিয় বিচ্ছেদের দিনগুলি

সেই কবেই তীরস্থ হয়েছে;

আগুনের সাথে জলের সখ্যতা যেন এইখানে নিবিড়।

তথাপি আমরা উৎসবমুখর

বোধনের ঢাকে বিসর্জনের শব্দ

স্বস্তিহীন শূণ্যতায় বেজে যায় সময়ের করতাল

 

সয়ে যাচ্ছে সবকিছু।


 

Post a Comment

নবীনতর পূর্বতন