নদীর সকাশে - কমল কৃষ্ণ কোঙার



আকাশ ভেঙে বৃষ্টি পড়েনদী কূলে একা,

এমন বাদল দিনে চারিদিক ফাঁকা।

নদীজলে চেয়ে দেখি বৃষ্টি নাচন,

কাক ভেজা ভিজে লাগে শরীরে কাঁপন।

 

পশ্চিমে হেলিতে রবির আছে ঢের দেরি,

সারাটা আকাশ জুড়ে মেঘ সারি সারি।

এমন আঁধার দিনে নদী ভালোবেসে,

রয়েছি দাঁড়ায়ে একা নদীর সকাশে।

 

বৃষ্টি ধারা আছড়ে পড়ে চাবুকের মত,

স্রোতস্বিনী নদী যেন ক্ষত বিক্ষত।

হাজার বছর ধরে কত ব্যথা সয়ে,

কুল কুল বয়ে চলে সাগরেতে লয়ে।

 

নগর সভ্যতা আনে দূষণের শাপ,

সব পাপ ধুয়ে মুছে নদী জলে সাফ।

হাসি মুখে সব কিছু নিয়ে নিজ বুকে,

বয়ে চলে নদী মাতা সাগরের দিকে।


Post a Comment

নবীনতর পূর্বতন