প্রাগৈতিহাসিক - দেবাশিস তেওয়ারী

যে বন্ধনের ঘোর ছেড়েছে মায়াবী ঘোড়া

লোকে তাকে চাবিঘোড়া বলে

ইতিহাস পিছে পিছে সন্ধানের আহ্বানে

আয়নাতে জল টলটলে।

 

আয়নাআমদানি মনবিফল বোঝে নাশুধু

ধার করে ঘি-ভাত খায়

এ-দিনের আয়ব্যয় নিকোনো উঠোন ভেদে

ধুয়েমুছে আগাপাশতলায়।

 

কী দেখে দলিল-মনদলিত সেতারস্বরে

খুঁজে নেয় বন্ধুহীন চাবি

পথের কড়িও বোঝে সঙ্গীটির আবাহন

আগেপিছে দলের যা দাবি।

 

এভাবেই হেতু পারহেতু বিনা অন্ধকার

হেতু বিনা তবু দিন যায়

চাবিঘোড়া তালাঘোড়া প্রাক-ইতিহাস যুগ

ঘোর লাগে সজল সন্ধ্যায়।

 


Post a Comment

নবীনতর পূর্বতন