কোন এক শেষ বিকালে কবুতর ফাঁদ ছিঁড়ে
ছুটে যায় সঙ্গিনীর কাছে,
বকবকুম শব্দে কত নালিশ জানায়
ফাঁদওয়ালার চক্রান্তকে।
অপলক তাকিয়ে সঙ্গিনী
নিষ্ঠুরতার শিকার হওয়া সঙ্গীর পানে,
পৃথিবী জুড়ে শুধুই স্বার্থপরতা
নিজের নিজের কোলে ঝোল টানা।
অলিতে-গলিতে এমন অসহায় মানুষ
কত চক্রান্তের ফাঁদে আটকে পড়ে,
সব খুইয়ে ক্লান্ত পদে বাসায় ফেরে
নালিশটুকু ঈশ্বরের দরবারেই ঠোকে।
জনতার আদালত আজ কালিমালিপ্ত
রঙমিলান্তি তাসের মত,
রঙ না মিললে দান পাবে না
অসহায় চোখ নীল আকাশের মাঝে।
এক মাঘে শীত চিরতরে যায় না
কালের নিয়মের ঋতু পরিবর্তনে
আবার সে আসিবে ফিরে....।
একটি মন্তব্য পোস্ট করুন