বিনম্র রাস্তার মাঝে - অর্দ্ধেন্দু গায়েন

 

দূরত্বে আছি তো কি হয়েছে?

আকাশের অসংখ্য শঙ্খচিলের আনাগোনায়,

উত্তর থেকে দক্ষিণে নানা রঙের ভাসমান মেঘের

আড়ালেউড়তে দেখি তোমার স্নেহের আঁচল।

জানি একদিন তোমাতেই পূর্ণতা পাবে আমার এ জীবন।

 

ভালোবাসলে কি জীবনের সব রঙ ফিকে হয়ে যায়?

অভিমানে জমে থাকা ব্যথার ওপারে মুখ থুবড়ে

পড়ে আছেফেলে আসা ম্রিয়মান মুহূর্তগুলো।

মধ্যবিত্ত মানসিকতার সমস্ত ক্ষত আজ হারিয়ে গেছে,

আধুনিক সময়ের অসম্পূর্ণ দীর্ঘশ্বাসের স্রোতে।

 

আমাদের গল্পগুলো তেমন করেই থাক।

সবুজ মেঠো পথে হাঁটতে হাঁটতে ওরা প্রাণ ফিরে পাবে,

এ স্বপ্ন তো আমার চিরদিনের। তুমি-আমি এভাবেই

রয়ে যাবো দু’জনের সত্যিকারের ভালোবাসার পাঠে।

দু’হাতে হাত রেখে আরো বহুদূর যেতে হবে।

 

চাঁদের আলোয় ডুবে গেছে সবুজ বনানী।

আবছায়া চেপে বসেছে পৃথিবীর বুকের উপর।

জলকে জড়িয়ে ধরে জ্যোৎস্না নামে স্নানের ঘাটে।

এক অন্যরকম প্রসন্নতা ঘুম ঢেলে দেয় দু’চোখের

পাতায়। বিনম্র রাস্তায় ঘুমিয়ে যাই তোমাকে ছাড়াই।





Post a Comment

নবীনতর পূর্বতন