বাঁকা চাঁদ - সুতনু সরকার


বাঁধন ছাড়া স্বপ্নগুলো সব

একাকিত্বের রাতে মেঘ খোঁজে

ঠোঁটের হাসিরা বেঁচে থাকে

মনের কান্নার চোরা ভাঁজে।

 

অবহেলার হতাশা রাতে একাকার

নিঃশ্বাসে বেঁচে থাকার শাসন

সময়ের ছোঁয়ায় উষ্ণতা জন্মায়

স্মৃতির পাতায় পথিকের আসন।

 

যাযাবরের জীবনে রঙের ফেরি

সংকল্প সারা শরীরময় ঘাঁটি

প্রদীপ আঁকে কলঙ্ক শিখা

জ্বলন্ত সোনা খুঁজে নেয় মাটি।

 

কাতর বালুচরে স্মৃতির যাপন

মনে নতুনের জাল বোনে

আবেগের বাস্তবতা ছিন্নচূড়া

বাঁকা চাঁদের ডাক শোনে।।

 


Post a Comment

নবীনতর পূর্বতন