স্বপ্নের ঘুমে - মনোরঞ্জন ঘোষাল

অন্ধকার রাতের শেষ প্রহর

অদূরে নতুন দিনের হাতছানি।

 

বড় ক্লান্তি লাগছে শরীরে

কর্তব‍্যের খাতিরে ছুটতে হয়েছে সারাক্ষণ।

 

বেশ কিছুদিন ধরে একটা অন্ধকার

গিলে খেতে চাইছে আমাকে

ভয়ে ভয়ে শিটিয়ে আছি কিছুটা।

 

জানিনা নতুন ভোরে নতুন স্বপ্ন

কেন আমার চোখে অস্পষ্ট লাগছে।

 

ঘুম একটু ঘুমিয়ে পড়তে হবে।

 

অসহ‍্য যন্ত্রণাশরীরটাকে ছিঁড়ে খাচ্ছে শকুনে

চারিদিক অন্ধকারআর যন্ত্রণা হচ্ছে নাতো!

 

চেয়ে দেখি আমার শরীরটা নীথর রক্তাক্ত পড়ে!

আত্মার আর্তনাদ তাড়িয়ে বেড়াচ্ছে অদৃশ‍্যে

বিচার চাই বিচার চাই বলে।


 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন