কোথায় কি হচ্ছে ভাব এইসব নিয়ে, মনের
ভিতরে, শুধু আগুন জ্বলছে ধিকি ধিকি!
তোমার ব্যথার ভার একাই বইতে হবে জেনো
ওদের চোখেতে তুমি বোধহীন, জীবন শেখোনি
তোমার ভিতরে তুমি কাকে দেখ? প্রতিবাদী মুখ!
এইসব আজ বড় নাটকীয়, ওরা মনে ভাবে
তোমার কি সাধ্য আছে? হত্যাকারীকে ধরে
গিলোটিনে দেবে? শুধু আক্ষেপে দম যে ফুরোয়
তোমার বিপরীতে যারা, দখল করেছে ক্ষমতা
তোমার যা কিছু আছে, চেটে খেয়ে তুলবে ঢেকুর
আপন জনের লাশ পুড়ে যাবে বিভ্রান্ত আগুনে
তুমি শুধু অসহায়, ফাঁকা বুকে দাগ কাটে জ্বালা
তোমাকে ঘিরে থাকে নকল কান্নার স্রোত
দোষীরাও নকল মুখশে, যোগ দেয় রাতের শহরে,
কোথাও ভরসা নেই, চোখে জল ভিতরে জ্বলছে আগুন!
তোমার কষ্ট ভুলে শহর সাজবে, কত মহান উৎসবে
কোনো এক সন্ধ্যায় এলোমেলো মন নিয়ে শুনবে
সে বলছে, বড় কষ্ট বাবা, ছেঁড়া কাটা বালিকা শরীরে
মাকে বল মাথায় বুলিয়ে দিতে হাত, একটু ঘুমুতে চাই
এত ঘেন্না জল্লাদ নগরে, জেগে থাকতে খুব যন্ত্রণা।
খুব সত্যি কথা। কঠিন সত্যি।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন