এই কপট সভ্যতা - কল্যাণ গঙ্গোপাধ্যায়

 

কোথায় কি হচ্ছে ভাব এইসব নিয়েমনের

ভিতরেশুধু আগুন জ্বলছে ধিকি ধিকি!

তোমার ব্যথার ভার একাই বইতে হবে জেনো

ওদের চোখেতে তুমি বোধহীনজীবন শেখোনি

 

তোমার ভিতরে তুমি কাকে দেখপ্রতিবাদী মুখ!

এইসব আজ বড় নাটকীয়ওরা মনে ভাবে

তোমার কি সাধ্য আছেহত্যাকারীকে ধরে

গিলোটিনে দেবেশুধু আক্ষেপে দম যে ফুরোয়

 

তোমার বিপরীতে যারাদখল করেছে ক্ষমতা

তোমার যা কিছু আছেচেটে খেয়ে তুলবে ঢেকুর

আপন জনের লাশ পুড়ে যাবে বিভ্রান্ত আগুনে

তুমি শুধু অসহায়ফাঁকা বুকে দাগ কাটে জ্বালা

 

তোমাকে ঘিরে থাকে নকল কান্নার স্রোত

দোষীরাও নকল মুখশেযোগ দেয় রাতের শহরে,

কোথাও ভরসা নেইচোখে জল ভিতরে জ্বলছে আগুন!

তোমার কষ্ট ভুলে শহর সাজবেকত মহান উৎসবে

 

কোনো এক সন্ধ্যায় এলোমেলো মন নিয়ে শুনবে

সে বলছেবড় কষ্ট বাবাছেঁড়া কাটা বালিকা শরীরে

মাকে বল মাথায় বুলিয়ে দিতে হাতএকটু ঘুমুতে চাই

এত ঘেন্না জল্লাদ নগরেজেগে থাকতে খুব যন্ত্রণা। 



 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন