চেয়েছি কেবল তোমাকেই আমি
ভাবতে পারিনি ভিন্ন,
বলতে পারিনি হারানোর ভয়ে
হয়েছি বিরহে মগ্ন।
জানি তুমি চাওনা আমাকে
বোঝনি কখনও আমার বেদনা ,
যদি তুমি বুঝতে এ মন
করতে কি শুধুই ভৎর্সনা?
বুঝতে চাওনি কখনোই মোরে
আমিও বোঝাতে যাইনি,
মনের গভীরে রেখেছি তোমার
দুঃখের মিছিলে ছাউনী।
জানি তুমি অন্য কারো
নেই কোনোই অধিকার,
যন্ত্রনা যখন বসত বাড়ি
নিজেকে জানাই ধিক্কার।
একটি মন্তব্য পোস্ট করুন