মেঘবাড়ি - আশিস হালদার



তোমার কাছে আবার ফিরতে চাই,

কিন্তু কী করে তোমার ঠিকানা পাই!

 

তোমার ঠিকানা এতদিনে গেছি ভুলে।

তুমি ভাববেগুছিয়ে রাখিনি তুলে।

 

তুমি তো জানো খুব অগোছালো আমি,

দশ পা হাঁটলে কুড়ি পা আমি থামি।

 

আমায় তুমি ফেলে রেখে গেলে একা,

কতদিন হল তোমাকে পাইনি দেখা।

 

তুমি বলেছিলে কবিতায় বেঁচে থেকো,

মনে পড়লে কবিতা দিয়েই ডেকো।

 

আজকে আমাকে কবিতা পেয়েছে খুব,

বর্ষায় ভিজি মন ভরে হাবুডুবু।

 

বুকের ভিতর দেখি বলাকার সারি,

তাদের ডানায় পৌঁছেছি মেঘবাড়ি।

 

আনন্দে আমি হচ্ছি যে দিশেহারা,

তোমার কাছেই পেয়েছি এ আশকারা।

 

কিন্তু কোথায়তুমি তো কোথাও নেই -

মুচকি হাসি ফিরি শেষে  আমাতেই।


 

Post a Comment

নবীনতর পূর্বতন