বিকেলগুলো হারিয়ে গেছে
কর্মব্যস্ততার চাপে,
দায়িত্ববোধ অনেক এখন
জীবনের এই ধাপে।
আজ আর বিকেলে হয় না খেলা
যাই না খেলার মাঠে,
ছুটে চলি জীবিকার টানে
এই ঘাট থেকে ওই ঘাটে।
মনে পড়ে ছোটোবেলায়
খেলতাম কত খেলা,
খোলা হাওয়ায় দিতাম দৌড়
দেখতাম প্রজাপতির পাখা মেলা।
কত ছিল বন্ধু তখন
হতো কথার ছড়াছড়ি,
কখনও খেলতাম লুকোচুরি
আবার কখনও টানা দড়ি।
বৃষ্টিতে ভিজতাম সবাই মিলে
লাগতো কত ভালো,
আম বাগানে আম কুড়াতাম
যখন আসতো ঝড় জমকালো।
সবকিছু আজ মনে পড়ে
হৃদয়ে দেয় দোলা,
স্মৃতির ঘরে থাকবে আজীবন
আমাদের ছোটোবেলা।
মনখারাপী স্মৃতিচারণ, নাকি স্মৃতির গহ্বর থেকে উঠে আসা এক চিলতে হাসি।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন