কখন মনে পড়ে - তূয়া নূর



মানুষ ঠিক কখন বুঝতে পারে সে কিছু হারিয়ে ফেলেছে?

এমন কিছু যা আর কোনদিন ফিরে পাবে না

বড়ো বেলার অর্জনের সবটুকুর বিনিময়ে

যে বড়ো সে হতে চেয়েছিলো।

শোবার ঘরের খাটের নীচে ফেলে রেখে আসা বালক বেলার ঘুড়ি ও লাটাই,

নিশ্চিত জানে এ গুলো এখন সেখানে নেই।

সেই খাট নেই। সেই ঘর নেই। নেই খোলা উঠোন।

এক সময় রাস্তায় হেঁটে যাবার সময় পাড়ার মানুষ বলতো,

দেখ! অমুক বাড়ির খোকা যায়।

এখন হয়তো নতুন করে দিতে হবে পরিচয়।

কত দূর পথ হেঁটে এলে মনে প্রবল একটা ইচ্ছো হয়

পিছে ফিরে গিয়ে ফেলে আসা ঘরটাতে একবার উঁকি দিতে।

ছোটবেলার জল রঙের টিনের বাক্স স্বপ্নের ভেতর খোঁজে,

ঘুমের ভেতর গরমে ঘেমে জেগে ওঠে।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন