নীড় - অনিমেষ মন্ডল

সহজ পাখিরা উড়ে চলে,

গোধূলির আলো ছুঁয়ে ঘরে ফেরে;

প্রিয় বাসাটির ওম নেবে বলে।

সব ক্লান্তি জুঁই ফুলের মতো

ভেসে যায় আকাশের অসীমে।

প্রিয় সন্ততির ঠোঁটে ঠোঁট রেখে

যন্ত্রণা উজাড় হয়,

স্নেহের স্থিরতায়

আগামীর স্বপ্ন এঁকে রাত গাঢ় হয়।

আবারও আকাশের উতলতায়

ডুব দেবে ডানা

তবুও আকাশের পরিধি ক্রমশ ছোটো হয়

জীর্ণ নীড়ের আজন্মের তৃপ্তির কাছে।


 

1 মন্তব্যসমূহ

  1. বেশ লাগল। ক্ষয়িষ্ণু জীবনে বিচরণের পরিসরও ক্রমশ খর্ব হতে থাকে। দিন ফুরিয়ে আসে আর...

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন