এ শহরের বুকে একদিন তুমি আর আমি - ইন্দ্রজিৎ মণ্ডল

একটা সন্ধ্যা চেয়েছিলাম তোমার কাছে

ইচ্ছে ছিল বসবো পাশে ব্যালকনিতে হাতে হাত রেখে

দেখব আকাশের চাঁদ আর তারারা কেমন অভিমান করে!

একটা গোধূলিবেলা চেয়েছিলাম তোমার কাছে

দেখতাম দু’জনে পৃথিবীকে শেষ রশ্মি পাতে

বলতাম তোমায়দেখো আবারো অপেক্ষা আগামী আলোর জন্যে।

একটা বিকাল চেয়েছিলাম তোমার কাছে

দেখাতাম তোমায় প্রেমিক কেমন অপেক্ষা করে

স্কুল ছুটির পরে প্রেমিকাকে এক পলক দেখার জন্যে।

একটা সকাল চেয়েছিলাম তোমার কাছে

ইচ্ছে ছিল তোমায় নিয়ে দেখব সূর্য ওঠা

তোমার পাশে হাঁটবো বালুকায় পায়ের ছাপ রেখে।

একটা দিন চেয়েছিলাম তোমার কাছে

দু’জনে পৌঁছে যেতাম খাবার নিয়ে অভুক্তদের কাছে

তাদের আশির্বাদ নিতাম মাথা নত করে।

একটা বৃষ্টির দিন চেয়েছিলাম তোমার কাছে

আলতো করে ছুঁয়ে দিতাম বৃষ্টির ফোঁটা তোমার গালে

আর ভিজতাম দু’জনে সব রাগ অভিমান ভুলে।

আমি একটা দিন চেয়েছিলাম তোমার কাছে

যেদিন তোমার খুব মনখারাপ করবেভালো লাগবে না কিছুতে

সেদিন আমি কবিতা শোনাবো তোমায় আমার কন্ঠে।

আমি পাইনি একটিও দিন তোমার কাছে

বৃষ্টি এসেছেচাঁদ উঠেছেসবকিছুই হয়েছে নিয়মে

আমার সব কিছু যেমন ছিল আজও গোছানো যত্নে কল্পনাতে।


Post a Comment

নবীনতর পূর্বতন