জীবন তো এখন নাম নিয়েছে অপেক্ষার
আর কখনও কি হবে আমাদের দেখা?
কোনো একদিন, কোনো বৃহস্পতিবার!
লিখতে লিখতে তোমার সাথে রোজই কথা হয়
আগের চেয়েও অনেক বেশি আনকোরা ঘনিষ্ঠতা,
কলমের কালি ফুরালেই বিচ্ছেদের বিষ ধোঁয়া...
ভরে ওঠে চতুর্দিক,এলোমেলো...ঝাঁজালো তিক্ততা!
এসব ভাবতে ভাবতেই আমার যাওয়া হলো না
ঘাটে বাঁধা স্টিমার এখনও হাতছানি দিয়ে ডাকে,
বিভ্রান্ত সময়ের পায়ের কাছে বসে শুধু ভাবতেই থাকি-
নতুন রোদ্দুর ভেজা উপত্যকায় একসঙ্গে অনেকদিন
তাদেরও হবে ভালোবাসাবাসি,যে চায় যাকে!
বেশ
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন