‘ভালোবাসি’- এই কথাটা
তোমাকে জানাতে চাই
ভোরের গোলাপী মেদুর
আকাশকে সাক্ষী রেখে;
কিংবা অকৃপণ পূর্ণিমা-রাতে,
আকাশগঙ্গার নিচে দাঁড়িয়ে,
তোমার চোখের গভীরতায়
হারিয়ে যেতে যেতে...
‘ভালোবাসি’- এই কথাটা
তোমাকে জানাতে চাই
অকপটে কিংবা অস্ফুটে
তোমার বুকে মুখ লুকিয়ে,
তোমার পুরুষ-গন্ধে মাতাল হয়ে...
‘ভালোবাসি’- এই কথাটা
তোমাকে জানাতে চাই
প্রতিদিনের সূর্য ওঠা থেকে
সূর্যাস্ত পর্যন্ত ঘড়ির কাঁটার
নিয়মিত স্বরে কিংবা আমাদের
রোজনামচার আটপৌরে অবসরে...
তোমার ব্যস্তদিনের নিপাট সময়ের ফাঁকে,
জানালার শার্সি পেরিয়ে যদি দৃষ্টি যায়
পলাশরাঙা দিগন্তসীমায়; কিংবা
ঘুমহীন নীলাভ-রাতে বৃষ্টির শিঞ্জিনী-বোল
যদি মিশে যায় হৃৎস্পন্দনের ছন্দে---
এমনই ছোট ছোট আবেশে ও অবকাশে
যদি ভালোবাসো;
আলো-আঁধারি ছককাটা বাতায়ন কোণে,
নিবিড় কথোপকথনের আড়ালে জানিও তবে...!
একটি মন্তব্য পোস্ট করুন