পাহাড়ী পথের বাঁকে যে মেয়েটা নাড়িয়েছিল হাত বিদায়ী সম্ভাষণে,
তাকে কি বিদায় দিতে পেরেছি?
পেরেছি ভুলে যেতে?
চা বাগানের স্নিগ্ধ রূপ,
কমলালেবুর তীব্র সুবাস
কাছে পেতে চেয়েছে আমায় বারেবারে।
আমি ছুটে ছুটে গেছি এক অমোঘ আকর্ষণে!
কিন্তু তার সাথে হয়নি দেখা আর।
এখনও কি সে বসে থাকে...
ক্ষীণ কটি ঝোরার সামনে-
ব্যাকুল ভাবে...
এখনও কি রডোডেনড্রনের প্রথম আভা-
তাকে ছুঁয়ে লজ্জা পায়?
জানিনা,
তবুও ছুটে যাই আমি বারবার!
কালো গাঢ় সবুজের হাতছানি আর
অজানা পাখিদের ডাক
উপেক্ষা ক’রে,
পালিয়ে যাবার আগে
লাজুক হরিণীর মতো
তার চাউনি আমায়
কাছে টেনেছে বারবার।
আমি হারিয়েছি পথ সেই মায়াবী উপত্যকায়-
যেখানে আমার স্বপ্ন লেখা আছে!
বেশ লাগল। এমন হাতছানি অনেকেই অনুভব করেন।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন