মিহিন রোদে পাকা সোনা
রঙিন হওয়ার আগে
আবছা তখন চাঁদের কনা
শারদ অনুরাগে।
সবুজ মাটির ঘুম ভাঙালো
ভোরের শিউলিফুল
পেঁজা তুলো মেঘ রাঙালো
হীরক শিশিরের দুল।
কাশের বনে ঢেউ তুলেছে
পুজো পুজো গন্ধ
পদ্ম শাপলায় মন ভুলেছে
অঝোর বৃষ্টি বন্ধ।
স্কুল ছুটিতে ঘুরতে যাব
আনন্দ খুব হবে
প্রচুর ঠাকুর দেখতে পাব
মহালয়া সবে।
ত্রিনয়নী মহামায়া
এল শারদীয়া
সর্বজয়া দেবী কায়া
সুখে ভাসে হিয়া।
বেশ লাগল।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন