ভয় - শম্ভু সরকার


কে যেন ডেকে যায় রাতভর

একটু তন্দ্রা এলেই স্বপ্ন দেখি তুমি নেই

উনুনের পার থেকে ভেসে আসে পোড়া রুটির গন্ধ

বাইরে কি শিশির পড়ছেভীষন শীতে তোমার উষ্ণতা খুঁজি

একলা বিছানায় খুব ভয় করে

স্বপ্নের ভিতর কত যে মানুষ দেখি!

তোমার খোঁজ তারা কেউ জানে না

সারারাত তোমাকে খুঁজি

তোমাকে না পেলে ঘুম ভেঙে লাভ কি বলো?

কে ডাকে?

তবে কি তুমি এলে?

এসো পাশপাশি ঘুমিয়ে পড়ি।

আমার খুব ভয় করছে!

 


 

1 মন্তব্যসমূহ

  1. মনের ভেতর একলা মানুষগুলো এভাবেই প্রিয়জনের জন্য অপেক্ষা করে প্রতি রাতে। ভয় পায়, ভয়ে থাকে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন