এসো মা - বিমল চন্দ্র পান্ডা



মাতুমি মা অন্নদা

তবু শুনি নিরন্নের হাহাকার।

তুমি এসো তাদের কুটিরে

তুমি তো মা সবাকার।

 

মাতুমি মা শুভদা

তবু দেখি অশুভের আগ্রাসন।

তুমি দূর করো মা

যত অন্যায় - অবিচারের জ্বালাতন।

 

মাতুমি মা অভয়দায়িনী

আমরা যেন বিপদে না ডরি ।

তুমিই তো আমাদের সর্বত্রাতা

তাই মা ক্ষণে ক্ষণে তোমারে স্মরি ।

 

মাতুমিই তো মা অসুরনাশিনী

তবু আজও কেন অসুরের আস্ফালন?

তুমি বধ করে তাদের

যারা করে সর্বহারাদের নির্যাতন ।



 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন