মেঘবালিকা - অয়ন গুইন

 


পড়ন্ত বিকেলের একফালি রোদ মেয়েটার মুখে,

শূন্য দুই চোখ জানলা দিয়ে এক চিলতে আকাশ দেখে।

মায়ের মুখ মনে পড়েনাভাইয়ের মুখটা আবছা,

বাবার আদরে বেড়ে ওঠা শৈশব আজকে হয়েছে ঝাপসা।

কতই বা তার বয়স হবে ষোলো হয়তো বা সতেরো,

আট বাই ছয়ের ছোট্ট ঘরে একটা চৌকি আর কুঁজো।

ভুলতে পারেনি অপহৃত হয়ে জন্মদিনে হারিয়ে যাওয়া,

অনেক লোকের লালসা মিটিয়ে এই নরকেতে আসা।

সকাল থেকে দুপুর পেরোয় এগিয়ে আসে কালো রাত,

মনে অব্যক্ত গ্লানিশরীর জুড়ে নখ আর দাঁতের দাগ।

সময়ের সাথে বয়স বেড়েছেথেমে আছে শুধু মন,

সন্ধ্যে হলেই রঙ্গীন দুনিয়াবোবা কান্না ভরা জীবন।

জীবনটা তার খাঁচায় বন্দীডানা ছেঁটে ফেলা পাখি।

উড়তে চাইলেও ওড়া যায়নাবেঁচে থাকাটাই ফাঁকি।

সুযোগ পেলেই ছাদে চলে যায় মেঘ ভেসে যাওয়া দেখে,

প্রসারিত করে দুই হাত তার উড়ে যেতে চায় সাথে।

নিজের নামটা কবে ভুলে গেছেভুলে গেছে পরিচয়,

যন্ত্রনাময় এ জীবন ছেড়ে মেঘবালিকা কি হওয়া যায়?

 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন