নিশ্চিন্তপুর। ব্যাঙের রাজ্য। এখানে রাজা ব্যাঙ, মন্ত্রী ব্যাঙ, প্রজারাও সব ব্যাঙ।
একবার রাজ্যে এক বিষধর সাপের অত্যাচার বেড়ে যায়।
ব্যাঙের রাজা কোনো উপায় না পেয়ে ঘোষণা করেন রাজ্যে চারজন ব্যাঙ পাহারাদার নিয়োগ
করা হবে। ঘোষণা শুনেই হাজার হাজার ব্যাঙ রাজার দরবারে উপস্থিত। রাজা তো মহাবিপদে
পড়লেন। মন্ত্রী বললেন, “রাজামশায়, এক প্রতিযোগিতার আয়োজন করুন।”
ঝকঝকে এক সকালে হাজার হাজার ব্যাঙ মাঠে জড়ো হয়।
লম্বা লাইন। মাঠের পাশেই একটা পুকুর। সেখানে দেদার ভিড়, হুড়োহুড়ি; যেন উৎসব।
মন্ত্রী ঘোষণা শুরু করেন, “দূরে যে বিশাল হানাবাড়ি দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের ওখানেই ছুটে যেতে হবে। তারপর
সেখানে একটা বড়ো দরজা আছে, সেই দরজা
দিয়েই তোমরা ভিতরে ডুকবে। সবাই ভিতরে ঢুকলে আমরা দরজা বন্ধ করে দেবো। তোমরা নিজের
নিজের বুদ্ধি ও বল প্রয়োগ করে বাইরে আসবে। আর যে চারজন আগে এসে এখানে রাজাকে ছুঁতে
পারবে তাদের আমরা বিজয়ী হিসাবে ঘোষণা করবো এবং কাজে নিয়ে নেবো। সবাই রাজি তো?
সবাই খুশি অথচ রাজাকে একটু চিন্তিত দেখে মন্ত্রী
হেসে বললেন, “মহারাজ চিন্তা কেন
করছেন? বিষধর সাপটা তো ওই বিশাল
হানাবাড়িটার ভিতরেই আছে। বিনি পয়সায় সাপটাকে মারা হয়ে যাবে একি কম ব্যাপার! আর তা
না হলে ভাবুন এতোগুলো ব্যাঙ! ব্যাটা খেতেখেতেই বুড়ো হয়ে যাবে। যাক আমরা তো
বাঁচলাম। আর রাজ্যে এতো এতো ব্যাঙ নিয়েই করবেনটা কী!”
অসাধারণ ভাবনা। চূড়ান্ত স্যাটায়ার।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন