অনতিদূরে - বিবেক পাল


এ'কেমন শরৎ----

জলজ মেঘেরা আকাশ নিয়েছে দখল

আঁধারময় দিন-দুপুর!

 

অবিরাম বারি ঝরে; বারি ঝরে

শিউলি ভিজে শাপলা শালুকের সাথে

কাশবন লুটায় বালুচরে!

 

 দুর্যোগের বিষাদ কাটাতে

বাতাস বেসামাল; আশার সঞ্চারে 

ভৈরবী রাগে শুনি আগমনী আনমনে!

 

সহসা দেখি---

কালো মেঘে লাল পেড়ে শাড়ী,

ভাবনার প্রতিফলনে ভ্যাবাচ্যাকা হই একাকী!

 

বাজ পড়ে অনতিদূরে..

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন