অপেক্ষায় - প্রতীক মিত্র

 

অপেক্ষায় আছি।

উৎসব শেষ হয়ে এলো।

আমার মতন কেউই কিন্তু ভুলে যায়নি।

রাস্তায় একটার পর একটা বাধা আসছে।

আসুক।

রাস্তাতো একটা নয়।

হাল ছেড়ে দিলে হবে কি করে?

আবারো সকাল হবে

আবারো সন্ধ্যে নামবে।

জয় সত্যের হবে

জয় ন্যায়ের হবে।

বিচার পাবে যাদের পাওয়ার কথা।

উৎসবও শেষ হয়ে এলো।

আমার মতন কেউই কিন্তু ভুলে যায়নি।

রাস্তায় একটার পর একটা বাধা আসছে।

আসুক।

রাস্তা আরো আছে।

অপেক্ষায় থাকবো।

 


Post a Comment

নবীনতর পূর্বতন